২৪ ঘণ্টায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১০ জন। এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৪৪৭ জনে।
তবে ২৪ ঘণ্টায় করোনায় দেশের আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগে কোনো রোগী মারা যাননি। করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৫০ জন।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি।
এমইউ/এমএআর/এমকেএইচ