করোনায় সুস্থতার হার ৬৯ শতাংশেরও বেশি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

সারাদেশে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮০৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৯২ জন। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৯ হাজার ২৫১ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ শতাংশ।

দেশের ৮ বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ এক হাজার ৭৮৭জন রোগী সুস্থ হন। সর্বনিম্ন ১৭ জন রোগী সুস্থ হয়েছেন ময়মনসিংহ বিভাগে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা মোট রোগীদের মধ্যে অন্যান্যে বিভাগের মধ্যে- চট্টগ্রামের ৫৬৮ জন, রংপুরের ১৩৩, খুলনার ৩৩৯, বরিশালের ৫৪, রাজশাহীর ২৬৫ এবং সিলেট বিভাগের ৭৩ জন রয়েছেন।

উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৭ জন। ৩৫ জন হাসপাতালে ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৫২ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।

এমইউ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।