করোনায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আট হাজার ছুঁই ছুঁই
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আট হাজার ছুঁই ছুঁই। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী।
বিএমএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৭৭৯ জন চিকিৎসক, ১ হাজার ৯৫৪ জন নার্স এবং ৩ হাজার ২৫৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।
তবে তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন। যারা এখনও অসুস্থ আছেন বিএমএ তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
এমআরএম