করোনা পরীক্ষায় উপচেপড়া ভিড় সৌদি প্রবাসীদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটের করোনাভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে নমুনা দিতে আসছেন সৌদি আরবের প্রবাসীরা। নানা অনিশ্চয়তা ও ভোগান্তি শেষে যারা ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বরের সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট হাতে পেয়েছেন, তারাই যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা ও করোনামুক্ত সনদ নিতে এখানে ছুটে আসছেন।

শুক্রবার সকাল থেকেই সৌদি আরবসহ বিদেশগামী বিভিন্ন দেশের যাত্রীরা নমুনা পরীক্ষা করানোর জন্য আসতে শুরু করেন। এ সেন্টারটিতে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষা করা হলেও আজ সেখানে দ্বিগুণের চেয়েও বেশি প্রবাসী কর্মী হাজির হয়েছেন।

jagonews24

এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় ভেতরের ফ্যানগুলো বন্ধ হয়ে পড়ে। ফলে অসংখ্য মানুষের উপস্থিতির কারণে গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়। এত গরমের মধ্যেও প্রবাসীদের কোনো আক্ষেপ নেই। সবাই সেনাবাহিনীর নির্দেশনা অনুসারে লাইন ধরে প্রথমে করোনা পরীক্ষার জন্য কুপন সংগ্রহ, দ্বিতীয়ত এ সেন্টার থেকে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরবরাহকৃত ফরম পূরণ করে নমুনা দিচ্ছেন।

প্রবাসীদের সঙ্গে আলাপকালে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্সের একটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। এগুলো আগামীকাল দুপুর ও রাতে যারা সৌদি আরব যাবেন আজ তাদের নমুনা পরীক্ষায় প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া ২৭ ও ২৮ সেপ্টেম্বর যাদের ফ্লাইট তাদেরকে প্রাধান্য দিয়ে পরীক্ষা করা হচ্ছে।

jagonews24

সৌদি প্রবাসী ছাড়াও অন্যান্য দেশে যাবেন এমন যাত্রীরাও করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে মহাখালীর ডিএনসিসি মার্কেটে ছুটে আসছেন।

এমইউ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।