করোনায় আক্রান্ত পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৩ অক্টোবর ২০২০

পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

মন্ত্রীর বিষয়ে শাহেদুর রহমান বলেন, ‘পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। সমস্যা হলো স্যারের বয়স অনেক। বাসায় তার দেখাশোনা করবে কে? সিএমএইচে তো একটা চিকিৎসা পাবেন তিনি। তাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। প্রথম থেকে যথাযথভাবে চিকিৎসা হলে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না।’

পিডি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।