০-২০ বছর বয়সীদের করোনায় মৃত্যু সবচেয়ে কম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৬ অক্টোবর ২০২০
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৬২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ চার হাজার ৩২৭ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ২৯৬ জন (২৩ দশমিক ০৫ শতাংশ।

বয়সের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে ২০ বছর বয়সীদের মধ্যে করোনায় মৃত্যু সবচেয়ে কম। সবচেয়ে বেশি সংখ্যকের মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব বয়সীদের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত সারাদেশে মৃত পাঁচ হাজার ৬২৩ জনের মধ্যে ‍শূন্য থেকে ১০ বছর বয়সী ২৭ জন (শূন্য দশমিক ৪৮ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৪৫ জন (শূন্য দশমিক ৮০ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১২৬ জন (২ দশমিক ২৪ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩১৫ জন (৫ দশমিক ৬০ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭০৮ জন (১২ দশমিক ৫৯ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৫০১ জন (২৬ দশমিক ৬৯ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে দুই হাজার ৯০১ জন (৫১ দশমিক ৫৯ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।