যেসব প্রতিষ্ঠানে করা যাবে বিদেশগামীদের করোনা পরীক্ষা
বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষার সনদ প্রদানের জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
প্রতিষ্ঠানগুলো হলো- আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআর,বি- মহাখালী), ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক (সোবহানবাগ), ল্যাবএইড (ধানমন্ডি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (মহাখালী), আইদেশি (মহাখালী), পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ধানমন্ডি), স্কয়ার হাসপাতাল (পান্থপথ), এভার কেয়ার হাসপাতাল (বসুন্ধরা), প্রাভা ডায়াগনস্টিক (বনানী) এবং ইউনাইটেড হাসপাতাল (গুলশান)।
একই সঙ্গে বিদেশ গমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনার সনদ প্রদানের জন্য আইইডিসিআরের পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে।
এসব হাসপাতালের ল্যাবের করোনা মুক্তির সনদ দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শনপূর্বক যাত্রীরা বিদেশ যেতে পারবেন।
এমইউ/এফআর/এমএস