করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২০
রাশেদুল ইসলাম

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩-১৪ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই আজ মারা যান তিনি।

রাশেদুলের বাড়ি দিনাজপুরে। রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি। রাশেদুলের স্ত্রী আরজিনা খাতুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে গেছেন তিনি। তাদের একটি ছেলে সন্তান আছে।

রাশেদুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিএমআরএ নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।