ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগ নেতার মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আশরাফুল ইমাম রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী আরও বলেন, ৭৫ পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছাত্রলীগকে সংগঠিত করতে আশরাফুল ইমাম রানার ভূমিকা অপরিসীম। তিনি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তৃণমূলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর শমরিতা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইমাম রানা।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।