করোনায় সুস্থতার হার ৮৯.২৯ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৬২ হাজার ৪৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয় ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন। মোট নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর হার ৮৯ দশমিক ২৯ শতাংশ।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৯৪৪ রোগীর মধ্যে ঢাকায় ৬৯৪, চট্টগ্রামে ১০৯, রংপুরে ৪৭, খুলনায় ১৪, বরিশালে ১৯, রাজশাহীতে ৩০, সিলেটে ২২ এবং ময়মনসিংহে ৯ জন রয়েছেন।

এমইউ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।