১১ মাসে ১৫ লাখের বেশি বিদেশফেরত যাত্রীর স্ক্রিনিং
দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর ও রেল স্টেশন দিয়ে গত ১১ মাসে (২০২০ সালের ফেব্রুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত) আগত ১৫ লাখ চার হাজার ৬৫৩ জন বিদেশফেরত যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।
তাদের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর দিয়ে (চট্টগ্রাম ও সিলেট) আসা ৯ লাখ ৯৭ হাজার ৮৩১ জন, স্থলবন্দরে দিয়ে আসা ৪ লাখ ৩৮ হাজার ৩১৮ জন ও সমুদ্রবন্দর দিয়ে আসা ৬১ হাজার ৪৭৫ জন যাত্রী রয়েছে। এছাড়া ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এখন পর্যন্ত ৭ হাজার ২৯ জনের স্ক্রিনিং করা হয়েছে।
বর্তমানে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বুধবার (১৩ জানুয়ারি) গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বন্দর ও রেল স্টেশন দিয়ে ছয় হাজার ৯৬৩ জনের হেলথ স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ১০৬ জন, স্থলবন্দরে ৬৯৯ জন এবং সমুদ্রবন্দরে ১৫৮ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।
এমইউ/এমএসএইচ/এমএস