কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১

রাজধানীর কমলাপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে অলি গার্মেন্ট কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।