জামালপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

দেশব্যাপী শুরু হওয়া চলমান করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি জামালপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রমের
উদ্বোধন করেন তিনি।

ভ্যাকসিন পাওয়ায় অগ্রাধিকারপ্রাপ্ত নাগরিকদের মধ্য হতে একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এমইউ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।