কোয়ারেন্টাইনে পাঠানো যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা ২ হাজার ছাড়াল
রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে আসা যুক্তরাজ্যফেরত ২ হাজারেরও বেশি যাত্রীকে আবাসিক হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠাানো হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩২টি ফ্লাইটে মোট চার হাজার ৭৩০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ৬৩ জন যাত্রীকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সবাই যুক্তরাজ্যেফেরত যাত্রী। অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত যুক্তরাজ্য থেকে ফেরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে গেছেন ২ হাজার ৮৭ জন।
মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বলেন, শাহজালাল বিমানবন্দর দিয়ে আগত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ, বিশেষ করে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ক্ষেত্রে আবাসিক হোটেলে সাতদিনের কোয়ারেন্টাইনের বিষয়টি সর্বোচ্চ গুরত্ব দিয়ে দেখা হচ্ছে। শুরুর দিকে অনেকেই বিষয়টি মেনে নিতে না পারলেও বর্তমানে সবাই করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেরাই বিদেশ থেকে আসার আগে সরকার নির্ধারিত হোটেল বুকিং দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, শুধু প্রবাসী নাগরিকরাই নন, এ তালিকায় সরকারের সিনিয়র সচিব, সংসদ সদস্য ও শীর্ষ সিনিয়র মন্ত্রীর ছেলেমেয়েরাও রয়েছেন। গত কয়েক দিনের মধ্যে সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সন্তানরা আবাসিক হেোটেলে কোয়ারেন্টাইনের জন্য গিয়েছেন বলে জানান ডা. শাহরিয়ার।
এমইউ/এমএসএইচ/জিকেএস