করোনাযোদ্ধাদের সংবর্ধনা জানালো পুনাক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১

করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়ানো অগ্রগামী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা জানিয়েছে পুলিশ পরিবারের নারীদের সংগঠন ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে রাজধানীর রমনায় পুনাক ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে রহমতে আলম সমাজ সেবা ট্রাস্টের মোট ১৯ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান দেয়া হয়।

এসময় জীশান মীর্জা বলেন, করোনায় যখন সারা পৃথিবী স্থবির হয়ে ছিল, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে আইজিপির দিকনির্দেশনায় সকল পুলিশ সদস্য রাস্তায় নেমে এসেছেন। তারা মানবসেবায় ব্রতী হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

করোনায় দায়িত্ব পালনকালে এ পর্যন্ত পুলিশের ৮৬ জন সদস্য জীবন দিয়েছেন বলে জানান তিনি।

পুনাক সভানেত্রী বলেন, কোভিড চিকিৎসায় পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। কোভিড ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে।

করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির পাশে যখন আপনজনরা ছিল না, তখন পুলিশ সদস্যরাই মৃত ব্যক্তির জানাজা পড়িয়েছেন ও লাশ দাফন করেছেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, স্বপ্রণোদিত হয়ে যারা করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করেছেন তাদের মত মহৎ ব্যক্তিদের সম্মাননা জানাতে পেরে পুনাক গর্ববোধ করছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।