যুক্তরাজ্যফেরত আরও ৪৩ জন কোয়ারেন্টাইনে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৫ মার্চ ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় (৪ মার্চ সকাল ৮টা থেকে ৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত) পাঁচ হাজার ৬৩৫ জন যাত্রী দেশে এসেছেন।

তাদের মধ্যে সাতটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আগত ৪৩ জন যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশিষ্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ নিয়ে বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক (আবাসিক হোটেলে) কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

শুক্রবার (৫ মার্চ) সকালে বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে নতুন নির্দেশনা রয়েছে। প্রবাসী কোনো যাত্রী যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো করোনার দুই ডোজ টিকা নেন এবং টিকা নেয়ার দুই সপ্তাহ পর দেশে ফেরেন তাহলে তার কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। এমনকি তাকে সংশ্লিষ্ট দেশ থেকে নেগেটিভ সদনও আনার প্রয়োজন হবে না।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।