ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৪ মার্চ ২০২১

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে জাগো নিউজকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের একজন হলেন আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান। বাকিদের নাম জানা যায়নি।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাটি পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জাগো নিউজকে জানান, জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।