জ্ঞানার্জনে বই পড়ার বিকল্প নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ মার্চ ২০২১
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়ার বিকল্প নেই। নিজে বই পড়তে হবে, অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বড়লেখা নজরুল একাডেমী আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

পরিবেশমন্ত্রী বলেন, ফেসবুক বইয়ের বিকল্প নয়। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে অবশ্যই বই পড়তে হবে। বর্তমান প্রজন্মকে আবার বই পড়ার দিকে ফিরিয়ে আনতে বইমেলায় নিয়ে আসার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই।

নজরুল একাডেমির একজন উপদেষ্টা হিসেবে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশমন্ত্রীর পক্ষে ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দীন। এসময় অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, এপিপি গোপাল দত্ত বাবলু, সাবেক অধ্যক্ষ অরুন দাস, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন প্রমুখ।

এমইউ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।