সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে সাতদিনের লকডাউন শুরু হচ্ছে। এর আগে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী সব ধরনের নৌযান বন্ধ ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ছিল। রোববার সন্ধ্যার আগ পর্যন্ত অসংখ্য মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন সদরঘাট টার্মিনালে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। লঞ্চ চলাচল বন্ধ করায় বাধ্য হয়ে আবার নিজ বাসায় ফিরে যাচ্ছেন তারা।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী জাগো নিউজকে বলেন, সরকারের নির্দেশনার পর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে।

এমএমএ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।