চট্টগ্রামে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৫২৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ১০ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৪১৪ জনে দাঁড়াল। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫২৩ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৯১ জনে।

শনিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৭৯১ নমুনা পরীক্ষায় ৫২৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪২৯ জন এবং উপজেলার ৯৪ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের পঞ্চম দিনেও (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ৩৪ মামলার বিপরীতে মোট ৫৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য প্রায় ৪ হাজার ৫০০ পিস মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

মিজানুর রহমান/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।