কামারুজ্জামানের ফাঁসি : সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় সরকার


প্রকাশিত: ১০:১৭ এএম, ১১ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধি অপরাধে অভিযুক্ত মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের জন্য সরকার সুপ্রিম কোর্টের রায় প্রকাশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

আনিসুল হক বলেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে সর্বশেষ আপডেট আসেনি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৩ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়েও তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।