করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০১ জনসহ শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশের ৮ বিভাগে মোট ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় মোট মৃত রোগীর ৭৬ শতাংশের বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। ঢাকা বিভাগে সর্বমোট পাঁচ হাজার ৯১৩ জন (৫৮ দশমিক ০৭ শতাংশ) ও চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮২৮ জনের (১৭ দশমিক শূণ্য ৯৫ শতাংশ) মৃত্যু হয়।

অন্যান্য ছয়টি বিভাগের মধ্যে রাজশাহীতে ৫৪৪ জন (পাঁচ দশমিক ৩৪ শতাংশ), খুলনায় ৬৩৩ জন (ছয় দশমিক শূন্য ২২ শতাংশ), বরিশালে ৩০৫ জন (তিন শতাংশ), সিলেটে ৩৪৭ জন (তিন দশমিক শূন্য ৪১ শতাংশ), রংপুরে ৩৯৭ জন (তিন দশমিক ৯০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২১৫ জনের (দুই দশমিক ১১ শতাংশ) মৃত্যু হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও চার হাজার ৪১৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ৎ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬৯৪ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ দুই হাজার ৯০৮ জন।

এমইউ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।