করোনার নমুনা পরীক্ষা করাতে এসে জটলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০২১

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার বুথের সামনে জটলা বেধেছে। ফলে যারা করোনায় আক্রান্ত নন, কিন্তু নমুনা পরীক্ষা করাতে এসেছেন, তারাও আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ চিত্র দেখা যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে ১১টার পর নমুনা পরীক্ষা শুরু হয়। সিরিয়াল অনুযায়ীই নমুনা পরীক্ষা হয়। যারা নমুনা পরীক্ষা করাতে এসেছেন, তাদের তেমন কোনো অভিযোগ নেই। তবে নমুনা সংগ্রহের বুথের সামনে জটলা রয়েছে।

কথা বলে ও অবস্থান করে দেখা যায়, জটলা দূর করতে দায়িত্বপ্রাপ্তরা সবাইকে দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বলছেন। যদিও এর বাইরে দূরত্ব বজায় রাখার জন্য তাদের বাড়তি কোনো উদ্যোগ নেই। আর আগতরা আগে পরীক্ষা করার জন্য বুথের সামনে থেকে সরছেন না। কেউ কেউ সিরিয়ালে তাদের নাম কখন ডেকে ফেলে, তা শোনার জন্যও জটলা পাকাচ্ছিলেন।

jagonews24

নমুনা পরীক্ষা শেষে মো. নাসির জাগো নিউজকে বলেন, 'আমার সিরিয়াল ২৩ নম্বর ছিল। সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ডাকছে। সিরিয়াল অনুযায়ী সবাইকে টেস্ট করাচ্ছে।'

সিরিয়ালের টিকিট পেতেও ভোগান্তি পোহাতে হয়নি বলেও জানান নাসির। তিনি বলেন, 'ওখানে যারা দায়িত্বে আছেন, তারা বলছেন দূরত্ব বজায় রাখার জন্য। কিন্তু আমাদের মধ্যে যারা আছে তারা দূরত্ব বজায় রাখছে না। সবাই চায় আগে টেস্ট করাবে-এরকম মনোভাব সবার। এ কারণেই জটলা ছিল।'

যারা স্যাম্পল সংগ্রহ করছেন, তাদের আচরণ, ব্যবহার ভালো। তারা স্বাস্থ্যবিধি বজায় রেখেই স্যাম্পল নিচ্ছেন বলে জানান এই নমুনা দিতে আসা এই ব্যক্তি।

পিডি/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।