স্বাস্থ্যবিধি অমান্য ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২১

ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য, ট্রেড লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মোট ১৫টি মামলা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে ডিএনসিসি এলাকার অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে উত্তরা ৯ নম্বর সেক্টর, মাস্কট প্লাজা এলাকায় ৮টি মামলায় ১২ হাজার ১০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ নম্বর ওয়ার্ডে নূরেরচালা পূর্ব, নূরেরচালা পশ্চিম, খিলবাড়ির টেক পূর্ব, খিলবাড়ির টেক পশ্চিম এলাকায় ৭টি মামলায় ৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোট ১৫টি মামলায় আদায় করা জরিমানার মোট পরিমাণ ১৫ হাজার ৮ শত ৫০ টাকা। এ সময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এমএমএ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।