ঈদ কেনাকাটা : জমে উঠেছে ফুটপাতের বাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৭ মে ২০২১

রমজান মাস প্রায় শেষ। ঈদুল ফিতরের আগে শেষ শুক্রবার (৭ মে) তাই ভিড় বেড়েছে ফুটপাতের দোকানগুলোতে। এবারের ঈদে ফুটপাতের ব্যবসায়ীদের বেচা-বিক্রি তুলনামূলক ভালো।

এদিন প্রচণ্ড গরম উপেক্ষা করেই ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার প্রধান পছন্দ হয়ে উঠেছে রাজধানীর ফুটপাতের বাজারগুলো।

jagonews24

খিলগাঁও তালতলা মার্কেটে দেখা যায়, মার্কেটের ভেতরের চেয়ে মাঝখানের ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সিটি কর্পোরেশনের এ মার্কেটের আশেপাশে খালি ফুটপাতগুলো এখন গমগম করছে ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায়। শত শত মানুষ ভিড় করছেন তুলনামূলক কম দামে পণ্য কেনার জন্য। তাই সারাক্ষণই হাঁকডাকে সরগরম প্রতিটি দোকান।

মালিবাগের ফুটপাতে শার্ট ও প্যান্টের পসরা সাজিয়ে বসেছেন জনক দাস নামে এক ব্যবসায়ী। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে। পুলিশি কড়াকড়ি নেই তেমন। সকাল থেকেই ক্রেতা আসতে শুরু করেছেন। মাঝে জুমার নামাজের সময় বিক্রি সাময়িক বন্ধ ছিল। তবে নামাজের পর আবার ক্রেতা সমাগম বেড়েছে।

jagonews24

এদিকে, নিউমার্কেট এলাকায় ফুটপাতের ব্যবসায়ীরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে তাদের বিক্রিও ততই বাড়ছে। আশেপাশের এলাকায়, এমনকি ফুট ওভারব্রিজের ওপরে শতশত হকার তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

তবে নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের দাবি, করোনার মধ্যেই তাদের বিক্রি অনেকাংশে কমে গেছে। ভিড় থাকলেও মানুষের হাতে টাকা না থাকায় বেচাকেনা কম হচ্ছে।

jagonews24

শফিকুল নামের এক ব্যবসায়ী বলেন, মানুষ খালি দেখে চলে যায়। বেচা-কেনা তো হয় না। অন্য সময় ঈদের আগে কথা বলার সময় পাওয়া যেত না। এক কথায়, এক দামে বিক্রি করতাম।

রাজধানীর বড় বড় শপিংমল ও বিপণিবিতান সংলগ্ন ফুটপাতেও বসেছেন ব্যবসায়ীরা। এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজার পাশে ফুটপাত থেকে দুই জোড়া জুতা কিনেছেন ইয়াকুব আলী। তিনি বলেন, সস্তা মনে হলো, তাই বাচ্চাদের জন্য দুই জোড়া জুতা কিনলাম। এবার ঈদে তেমন কিছু কেনার পরিকল্পনা ছিল না। কমে পেলাম বলে কেনা হলো।

jagonews24

ব্যবসায়ীরা বলছেন, দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় ঈদে গ্রামে ফিরছে না মানুষ। এজন্য তারা কেনাকাটা কমিয়ে দিয়েছেন। মানুষ গ্রামে ফিরলে ফুটপাতে বিক্রি আরও ভালো হতো।

ঈদ কেনাকাটায় বিত্তবানদের প্রয়োজন না হলেও, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। তবে বিত্তবানরাও ফুটপাত থেকে গ্রামের মানুষ এবং আত্মীয়স্বজনের জন্য কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা এ ফুটপাতের দোকানগুলো।

jagonews24

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানী জুড়ে প্রায় অর্ধশত রাস্তার ফুটপাতে চলছে ঈদের কেনাবেচা। এর মধ্যে মধ্যে জমে উঠেছে দৈনিক বাংলা মোড়, মতিঝিল জনতা ব্যাংকের সামনে, মতিঝিল শাপলা চত্বরের চারদিকের ফুটপাত, বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পশ্চিম গেটের সামনে, ফকিরাপুল এলাকা, বঙ্গবন্ধু এভিনিউ হকার্স সমিতি মার্কেট, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাত, নয়াপল্টনের ভিআইপি সড়কের ফুটপাত, গোলাপ শাহ মাজার সংলগ্ন ফুটপাত, বঙ্গবাজার, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনিচকের ফুটপাতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।

এনএইচ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।