চট্টগ্রামে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৩ জন। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৩ জনে।
রোববার (৯ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শনিবার (৮ মে) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৯৭টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৫ জন এবং উপজেলার ১৯ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সরকারঘোষিত চলমান বিধিনিষেধ কার্যকরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ২৮ মামলায় মোট নয় হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সচেতনতার জন্য ৪০০ পিস মাস্কও বিতরণ করা হয়।
মিজানুর রহমান/এএএইচ