রাঙ্গুনিয়ায় করোনা সচেতনতায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৯ মে ২০২১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পুলিশ।

রোববার (৯ মে) রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান ও দোভাষী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন। এ সময় পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

jagonews24

স্থানীয়রা জানায়, রোববার দুপুর থেকেই রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়ক ও বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে পুলিশের সঙ্গে তারাও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে আটকদের মুচলেকায় ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, ‘আমরা মূলত সবাইকে করোনাভাইরাসের বিপদ থেকে সচেতন করতে কাজ করছি। গান, কবিতা ও অভিনয়ের মূল উদ্দেশ্য সবার মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি। আজও দিনভর মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছি। এরপরও স্বাস্থ্যবিধি অমান্য করলে ভবিষ্যতে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

মিজানুর রহমান/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।