করোনা মোকাবিলায় বাংলাদেশকে সুরক্ষাসামগ্রী দিল জাপান
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে তিন লাখ ৪০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিয়েছে জাপান।
রোববার (৪ জুলাই) জাপান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
জাপান ও এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মুহম্মদ খুরশীদ আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
জাপানের দেয়া উপহারের মধ্যে রয়েছে—৩০ হাজার গাউন, ২ লাখ সার্জিক্যাল মাস্ক, ৮ হাজার রেস্পিরেটর মাস্ক, ২ হাজার গগলস ও এক লাখ গ্লাভস।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, করোনার এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ এই কঠিন সময় অতিক্রম করবে বলে প্রত্যাশা করে জাপান।
এএএইচ/জিকেএস