স্বরূপে ফিরছে ঢাকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৯ পিএম, ০৮ আগস্ট ২০২১

করোনার সংক্রমণরোধে চলমান লকডাউন শেষ হতে আরও দুই দিন বাকি থাকলেও রাতের ঢাকা ধীরে ধীরে স্বরূপে ফিরছে। কিছুদিন আগেও সন্ধ্যার পর পরই নগরীর ছোটবড় বিভিন্ন সড়কে মধ্যরাতের নীরবতা নেমে আসত। জনশূন্য রাস্তায় পিনপতন নীরবতা বিরাজ করত।

কিন্তু রোববার (৮ আগস্ট) রাতের চিত্রে একটু ভিন্নতা লক্ষ্য করা গেছে। রাত ৯টায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন ও মার্কেট শপিং বন্ধ থাকলেও চলমান লকডাউনে রাতের ঢাকায় যান ও জনচলাচল অনেকটা বেড়েছে, এ যেন আগের ঢাকার স্বরূপে ফেরার ট্রায়াল!

jagonews24

প্রায় প্রতিটি সড়কে মালবাহী লরি, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল অবাধে চলাচল করছে। প্রথম দিকের লকডাউনে বিভিন্ন রাস্তার চেকপোস্টগুলো এখনও থাকলেও সেখানে পুলিশের অপরাধ বিভাগ কিংবা ট্রাফিক বিভাগের কেউ নেই।

যানবাহনগুলো নির্বিঘ্নে গন্তব্যে ছুটে চলেছে। রাস্তায় মানুষের চলাচলও অনেক বেড়েছে। বহু মানুষ রাস্তায় হাঁটাচলা করছে। মোড়ে মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কেউ কেউ রিকশা করে ঘুরে বেড়াচ্ছেন।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে দেখা গেছে, আগের মতোই ছেলে-মেয়েরা বসে আড্ডা মারছে। কেউ চা পান করছে কেউবা চটপটি। আবার কেউবা মুড়ি পেঁয়াজু খাচ্ছে। ক্যাম্পাসেও বহু মানুষকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

jagonews24

শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাবরেটরি, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় আগের যে কোনো দিনের তুলনায় আজ রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল অনেক বেশি দেখা গেছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক থাকলেও সঠিকভাবে পরিধান করতে দেখা যায়নি।

এলাকার মার্কেটগুলোর সামনেও জটলা পাকিয়ে অনেক মানুষকে খোশগল্প করতে দেখা যায়। তাদের কয়েকজন জানান, তারা আজ থেকেই মার্কেট খোলার প্রস্তুুতি শুরু করেছেন। অনেকে রাতেও দোকানপাট ধোয়ামোছা করছেন।

এমইউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।