শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে: আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালিত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বেই ডিএনসিসি এলাকার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা এবং খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করার কাজ সম্পন্ন হবে।

আতিকুল ইসলাম বলেন, ‘বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আজ মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি, বেসরকারি ও আধাসরকারি মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আজ শেষ দিন হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান টিকাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলোতে আগামীকাল (১১ সেপ্টেম্বর) বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’

এমএমএ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।