গাজীপুরে ‘পুনাক ভবন’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৭ অক্টোবর ২০২১

সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে গাজীপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) একটি ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) গাজীপুর জেলা পুলিশ লাইন্সে সংগঠনের সভানেত্রী জীশান মীর্জা এ ভবন উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, গাজীপুরে পুনাক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

তিনি পুনাকের প্রত্যেক সদস্যকে মানবতার সেবায় এগিয়ে এসে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিটি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।