কমছে করোনা সংক্রমণ, বাড়ছে প্রবাসফেরত যাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২১

করোনা সংক্রমণ কমায় প্রবাসীকর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর সংখ্যা বাড়ছে। ফলে গত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন সাত হাজারের বেশি মানুষ।

যেখানে মাসখানেক আগেও এই বিমানবন্দরে গড়ে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যাত্রী আসতেন।

যাত্রীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে দেখা গেছে, করোনার ঊর্ধ্বমুখী সময় দেশে ফিরলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হতো। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই বিশেষ করে প্রবাসীকর্মীরা ছুটি কাটাতে দেশে ফিরতে পারতেন না।

বর্তমানে এসব যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে যেতে পারছেন। তবে তাদের দুই ডোজ টিকা নিয়ে আসতে হচ্ছে। এ কারণে বাড়ছে যাত্রী সংখ্যা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪১টি ফ্লাইটে সাত হাজার ৩৪ জন দেশে ফেরেন। তাদের মধ্যে মাত্র ১৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

জানা গেছে, গত বছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন যাত্রী ফেরত আসেন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রীর সংখ্যা ১৮ লাখ ৩০ হাজার ৩৫৭ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রীর সংখ্যা ৮৬ হাজার ৪৩০ জন।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।