গাজীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০২১

গাজীপুরের জয়দেবপুরে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সুমন খাঁন। এসময় তার কাছ থেকে নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

rab01

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে, জয়দেবপুর থানাধীন বেগমপুর ফুওয়াং গেইট এলাকায় ক্যাডার সুমন নামের একজন ব্যক্তি সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি করে আসছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে জয়দেবপুর এলাকাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল।

এএএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।