উল্টোপথে চলা বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় উল্টোপথে চলা একটি বাসের ধাক্কায় সুশান্ত দেব (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (০৬ ডিসেম্বর) রাতে বন্দর থানার বারিক বিল্ডিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উপস্থিত জনতা বাসচালক আবদুল খালেককে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পথচারী নিহতের পর লোকজন বাসচালক আবদুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই চালক তার লাইসেন্স দেখাতে পারেননি। সংশ্লিষ্ট ধারায় মামলা করে গাড়িচালককে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মিজানুর রহমান/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।