মতিঝিলে কিশোরীকে ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এপিবিএনের এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোমবার রাতে মামলা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

মতিঝিল থানায় দায়ের করা মামলায় কনস্টেবল শিমুল আহমেদকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করে তিন দিনের রিমান্ডে চাইবে পুলিশ।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন বিষয়টি জানিয়েছেন।

এদিকে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। বাসায় তারা না থাকায় ভেতরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা জানতে পারি এপিবিএন উত্তরার পুলিশের কনস্টেবল শিমুলের দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর সঙ্গে। ঘটনার দিন বাসায় একা থাকায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।

কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।