আত্মহত্যা করতে দড়ি নিয়ে উঠলেন গাছে, নামিয়ে আনলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের কল পেয়ে আত্মহত্যার চেষ্টাকারী ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছে লালমনিরহাটের হাতিবান্ধা ফায়ার সার্ভিস।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল (রোববার) বিকেল তিনটায় এক ব্যক্তি লালমনিরহাটের হাতিবান্ধা থানার দইখাওয়া আমঝোল এলাকা থেকে ফোন করে জানান, তিনি নবনির্বাচিত ইউপি মেম্বার। সেখানে এক ব্যক্তি ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে বসে আছেন। তারা অনেক অনুরোধ করেছিলেন কিন্তু ওই ব্যক্তি কিছুতেই তাদের কথা শুনছিল না। বরং হুমকি দিচ্ছিল কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তবে তিনি লাফ দেবেন।

৯৯৯-এ কল গ্রহণকারী কনস্টেবল প্রজ্ঞান দাস বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিবান্ধা থানা এবং হাতিবান্ধা ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানান।

পরে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার নূর আহমেদ সিদ্দিক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে দড়ি নিয়ে বসে থাকা ব্যক্তিকে (৪০) বুঝিয়ে গাছ থেকে নামিয়ে আনেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।

পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়।

টিটি/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।