৯ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে মােট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকী ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মাে. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি করােনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। এরই মধ্যে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করােনাপ্রতিরােধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রীদের চাহিদা পূরণ করার প্রয়ােজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে।

এমএমএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।