মিরপুরে সক্রিয় হেলমেট চোর চক্র
রাজধানীতে প্রতিদিনই ঘটছে নানান অপরাধ। এর মাঝে হেলমেট চুরি হচ্ছে অহরহই। এ ধরনের অপরাধ ঘটে সাধারণত নির্জন স্থানে। তবে এবার মিরপুর মডেল থানার পাশে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে নিয়মিত হেলমেট চুরির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে দিনে দুপুরেই চুরি হচ্ছে মোটরসাইকেল চালানোর অতিপ্রয়োজনীয় এ জিনিসটি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে এমন একটি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে সিসি ক্যামেরার ফুটেজেও।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহ আলম (ছদ্মনাম)। নিজের হেলমেট চুরির বিষয়ে ভুক্তভোগী শাহ আলম বলেন, মিরপুর শপিং কমপ্লেক্সে একটি কাজে যাই। মার্কেটের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আমার ব্যক্তিগত মোটরসাইকেলটি গেটের সামনে রাখতে বলে। ঘণ্টাখানেক পর মার্কেট থেকে বেরিয়ে দেখি মোটরসাইকেলের সঙ্গে রাখা হেলমেটটি নেই। পরে আমি মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা পরদিন আসার পরামর্শ দেন। কয়েকদিন আগে কেনা নতুন হেলমেটটি হারিয়ে যাওয়ায় বাধ্য হয়ে থানায় যোগাযোগ করি।
ভুক্তভোগী বলেন, থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানালে একজন দায়িত্বরত এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সেটি আর পাওয়া যায়নি।
মিরপুর শপিং কমপ্লেক্সের কয়েকটি দোকানের কর্মচারী জানান, এই মার্কেটের সামনে থেকে অনেকের মোটরসাইকেলের হেলমেট হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। যেসব হেলমেট হারিয়ে যাচ্ছে তা কেউ ফিরে পাচ্ছে না।
জানতে চাইলে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, কিছুদিন পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। মাদকাসক্ত কিছু বখাটে এসব জিনিস চুরি করছে। মাঝে মাঝে তাদের আটকও করা হচ্ছে। এরা জেল থেকে ছাড়া পেলে আবার এসব কাজে লিপ্ত হচ্ছে।
তিনি বলেন, গতকাল মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক ব্যক্তির মোটরসাইকেলের হেলমেট হারিয়ে গেলে তিনি থানায় অভিযোগ করেন। আমরা সেই মার্কেট থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরকে শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএসএম/এমএইচআর/জিকেএস