৯ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৪ নভেম্বর ২০১৪

আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী ৯ মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে দেশে ফিরেছেন। ইন্ডিয়ান এয়ার লাইন্সের একটি বিমানে রোববার রাত পৌনে ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

হজ, তবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়।

এর মধ্যে ৯টি মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে, ঢাকা মহানগর হাকিম আদালতে করা একটি মামলায় হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ১৫ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর একটি মামলায় ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা ২০ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সিরাজগঞ্জে করা একটি মামলায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভীন ২১ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা ২২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী ২৩ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন ২৭ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান ২৮ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস খান ৩০ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল হোসেনের ৯ নভেম্বর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।