যে কোনো মুহূর্তে গ্রেফতার হবে লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেন, তাকে (লতিফ সিদ্দিকী) গ্রেফতারে কোনো আইনী বাধা নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ওনি গ্রেপ্তারের নির্দেশ দেননি, তবে তিনি বলেছেন, তাকে গ্রেফতারে কোনো আইনি বাধা নেই।
উল্লেখ্য, সোমবার রাতে সংসদ ভবনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে লতিফকে গ্রেফতারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়।
আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের আরও বলেন, সরকার আদালতের আদেশ পালন করবে। পুলিশ তাকে গ্রেফতারের জন্যে কাজ করছে। যেকোনো সময় তাকে গ্রেফতার করা হবে।