চট্টগ্রামে আরও ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১২ জুলাই ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৭৯২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন।

মঙ্গলবার (১২জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ।

আগের দিন সোমবার ৩৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২২ জন নগরের এবং ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করা নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ১৭ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।