ড. শফিউল হত্যা মামলায় ৪ জন রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড.শফিউল হত্যা মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে আবারো রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন-আরিফ, জিন্নাত, সাগর ও টোকাই বাবু। প্রথম তিনজনকে দুইদিন করে এবং টোকাই বাবুকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই চারজনকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাদের বিরুদ্ধে ওই রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপকণ্ঠে চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।এই হত্যার ঘটনায় করা মামলায় এর আগেও এই চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছিল।