‘মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২২
শিশুনিবাস পরিদর্শনে সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম

‘শিশুনিবাসের সবাইকে মনোযোগ দিয়ে পড়ালেখা করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কর্মমুখী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে যোগ্যভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাতে হবে।’

শনিবার (১৬ জুলাই) রাজধানীর একাধিক সরকারি শিশুনিবাস পরিদর্শনকালে সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম এসব মন্তব্য করেন।

নিবাসীদের উদ্দেশে সমাজকল্যাণ সচিব আরও বলেন, তোমরা সরকারি অর্থায়নে পড়াশোনা করছো। সুযোগ-সুবিধার কোনো কমতি নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। নিয়মিত সংস্কৃতিচর্চা মানসিক বিকাশে সাহায্য করে।

এদিন সচিব বনানীর শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ), মিরপুরের আল-নাহিয়ান শিশু পরিবার, আল নাহিয়ান উচ্চবিদ্যালয়, সরকারি আশ্রয়কেন্দ্র, মিরপুর-১০ এর সরকারি শিশু পরিবার (বালক) ও তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রকনুল হক, সমাজকল্যাণ সচিবের একান্ত সচিব এস এমন গোলাম কিবরিয়া প্রমুখ।

আইএইচআর/এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।