সলিমপুরের ‘পাহাড়খেকো’ ইয়াছিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৮ জুলাই ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় পাহাড়খেকো হিসেবে পরিচিত মো. ইয়াছিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে কোতোয়ালি থানাধীন আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। মো. ইয়াছিন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার শামসুল হকের ছেলে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার পরিদর্শনে যান চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওইদিন কার্যক্রম শেষে ফিরে আসার সময় আলীনগর এলাকায় পরিদর্শন টিমের বহরে থাকা স্থানীয় সলিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ হামলায় ইয়াছিনের নেতৃত্বে ২৫ জনের মতো সন্ত্রাসী অংশ নেয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাড়িও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ১৬ জুলাই আহত আরিফের ভাই আবদুল আলীম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় ইয়াছিনসহ ছয়জনকে এজাহারনামীসহ আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতানামা আসামি করা হয়। ওই মামলায় সোমবার দুপুরে আদালত চত্বর এলাকা থেকে ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ইয়াছিনের নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।

ইয়াছিন সীতাকুণ্ড এলাকার কুখ্যাত ভূমিদস্যু। আলীনগর এলাকার পাহাড়খেকো হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করে আসছিলেন। ওই এলাকায় প্রায় ১৫ হাজার একর সরকারি খাসভূমিতে সরকার বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়। যারা এ কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছিলেন ইয়াছিন তাদের প্রতি ক্ষিপ্ত ছিলেন বলে জানা গেছে।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।