নিয়োগ পাচ্ছেন ১৭ হাজার পুলিশ
পুলিশ বাহিনীতে প্রথম ধাপে ১৭ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৪০ হাজার অপরাধীর ডিজিটাল ডাটাবেজের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে র্যাব ও পুলিশ বাহিনীকে আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধুর এক খুনিকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে দেশে ফেরত আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে প্রতিমন্ত্রী ৪০ হাজার অপরাধীর ডিজিটাল ডাটাবেজ উদ্বোধন করেন। দুর্ধর্ষ জঙ্গি ও সন্ত্রাসীদের ছবিসহ এই ডাটাবেজ তৈরি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এই ডাটাবেজ প্রসঙ্গে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ডাটাবেজে আওতাভুক্তদের ফিঙ্গার প্রিন্ট, ছবি, শরীরের বিশেষ ধরনের চিহ্ন চোখের মণিসহ ১৫০ ধরনের তথ্য সংরক্ষণ করা আছে। প্রত্যেক অপরাধীর জন্য বিশেষ একটি কোড নম্বর দেওয়া হয়েছে। সুইচে ওই কোড নম্বর চাপলেই ওই অপরাধীর যাবতীয় তথ্য উঠে আসবে।