আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২২ জুলাই ২০২২
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মো. আব্দুল্লাহ আল মনসুর ওরফে সুজন নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোহাম্মদপুর থানার ৩৮৫/১ কাটাসুর (জাফরাবাদ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিকটিম নারীর সঙ্গে সুজনের পরিচয় হয়। ভিকটিম পেশায় একজন আবৃত্তি শিল্পী ও লেখিকা। সুজনও একজন আবৃত্তি শিল্পী ও লেখক। ভিকটিম নারী লন্ডন প্রবাসী হওয়ায় বই প্রকাশ ও সাংগঠনিক কারণে ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপে সুজনের সঙ্গে যোগাযোগ হতো।

গত ১ জানুয়ারি ভিকটিম লন্ডনে অবস্থানকালে বাংলাদেশ সময় দুপুর ২টায় সুজন ভাইবারে ভিডিও কল দেয়। ভিকটিম বাথরুমে গোসল করার সময় তার ভিডিও কলটি রিসিভ করলে সে কৌশলে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ডিজিটাল ডিভাইসে পর্নোগ্রাফির উদ্দেশ্যে ধারণ ও সংরক্ষণ করে।

মনিরুল ইসলাম আরও বলেন, পরবর্তীতে সুজন ডিজিটাল ডিভাইসে ধারণ করা ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে ভিকটিমের কাছে দুই লাখ টাকা দাবি করে। ভিকটিম মান সম্মান রক্ষার্থে গত ২৮ এপ্রিল সুজনকে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপর ভিকটিমের অভিযোগে গত ২১ জুলাই শাহবাগ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়।

মামলাটি তদন্ত শুরু করে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। মামলাটি তদন্তের সময় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর থানার ৩৮৫/১ কাটাসুর (জাফরাবাদ) এলাকা থেকে তকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি হার্ডডিস্ক জব্দ করা হয়।

টিটি/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।