বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০২২

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মায়েশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ির মো.আকতারের মেয়ে।

মায়েশার মামা রাশেদ জানান, বিকেলে খেলার সময় মায়েশা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়েশা মায়ের সঙ্গে দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওহিউদ্দিন বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ইকবাল হোসেন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।