বেনাপোলে অস্ত্রগুলিসহ ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিনসহ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন মাদক বা অস্ত্র ব্যবসায়ীকে বিজিবি আটক করতে পারেনি।

শুক্রবার ভোরে পুটখালি সীমান্তের ভারতের ইছামতি নদী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার আহম্মাদ হোসেন জানান, টহলের সময় এক ব্যক্তিকে ভারতের ইছামতি নদী পার হয়ে পুটখালি সীমান্তে প্রবেশে সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে সে একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক অস্ত্র ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।  এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জামাল হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।