গুম হওয়া নেতারাও ছাত্রদলের কমিটিতে


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

গঠনতন্ত্র অনুয়ায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা। কিন্তু পূর্ণাঙ্গ কমিটিতে ৭৩৬ সদস্য বিশিষ্ট এক বিশাল কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে কয়েকজন নিখোঁজ ছাত্রদল নেতাও রয়েছেন। তবে ছাত্রদলের দাবি তারা গুমের শিকার। ফিরে আসবে এই আশায় তাদের কমিটিতে রাখা হয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী জানান, গুম হওয়া নেতারা ফিরে আসবেন এ আশায় তাদের নাম কমিটিতে রাখা রয়েছে। দীর্ঘদিন পর হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এ কমিটির ফলে সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা পাবে।

তবে অনেকেই মনে করছেন, সহযোগী সংগঠন ছাত্রদলে গুম হওয়া নেতাদের কমিটিতে স্থান দেয়া বিএনপির একটি পলিসি। এতে করে সহানুভূতি অর্জন করা খুব সহজ। তাই আসছে বিএনপির কমিটিতেও গুম হওয়া নেতাদের স্থান দেয়া হবে বলেও জানা গেছে।

কমিটির তালিকায় স্থান পাওয়া গুম হওয়া নেতারা হলেন- সহ-সাধারণ সম্পাদক : মাহাবুব হাসান সুজন (সবুজবাগ), সেলিম রেজা পিন্টু (সূত্রাপুর)। সহ-সাংগঠনিক সম্পাদক : ইফতেখার আহমেদ দিনার (সিলেট), মফিজুল ইসলাম রাশেদ (ঢাকা মহানগর পশ্চিম)। সদস্য : কাজী ফরহাদ হোসেন (সবুজবাগ)।

এছাড়া তেজগাঁও কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম জাকির, সহ-সভাপতি তরিকুল হাসান ঝন্টু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, মো. আল আমিন।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।