গ্রেফতার এড়াতে ৭ বছর তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিল্লাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

সাত বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনের। জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে তিনি ছদ্মবেশে তৃতীয় লিঙ্গের বেশে ছিলেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১১ সেপ্টেম্বর) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১২ সালের ৭ সেপ্টেম্বর মো. বিল্লাল হোসেন মাদকসহ শাহ আলী থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। জামিনে বের হয়ে মামলার দায় থেকে বাঁচার জন্য শাহ আলী থানা এলাকা ছেড়ে তিনি চলে যান। বিল্লালের ২ বছর সাজা হয়। গত সাত বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে তিনি আত্মগোপনে থাকেন।

ওসি বলেন, শাহ আলী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়। পরে বাড্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল প্রকৃতপক্ষে তৃতীয় লিঙ্গের ব্যক্তি নয়। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়।

টিটি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।